বিশুদ্ধ পানি নিয়ে ঘুরে ইবলিশের দূত
লোভের দর্শনে দর্শক তারা;
খেলো কুতকুত-
উঠোনে আঁকা ছকে কড়ি দেখে ফেলো।


জলদি পা চালো; গাঁ আমদের-
এই যে সাঁতরে চলে নদীর বাঁক!
ওই আঁধার, 'বেলা যে পড়ে এল, জলকে চল'!
বকবে মা'রা- তুমি আমি সই-
আজান পড়েছে ঘরে চলো।


৩০শে মে ২০২৩


কৃতজ্ঞতা স্বীকার : বাংলার বরেণ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।