হাজারো কথন- নদীই জীবন
সাতকহন
বারে বারে টানে-
এবার যদি টানে দিদির মন।
আরও যদি টানে মহতী মন মহৎপ্রাণ,
বাঁধ খুলে বাখেরগঞ্জে নোংগর নামান, পান খান।
ধোঁয়া আর ধোঁয়াশায়- চলবে যে নৌযান।
রামপাল হয়ে নারায়ণ, গঞ্জে ঘুরে নবাব সিরাজ-
ধরবে কোন প্রভুর চরণ!
তিন হাজার ফিতায় ছলাৎ ছলাৎ বিরাজ,
কয়লার ময়লায়- ছাই দিয়ে ঢাকা যে সভ্যতার গড়ন।


নদী হয় যদি জীবন্ত,
অন্তর খুলে ঘুরো বন্দর, জানবে মানুষ-  আছে এক সন্ত।
নদী চলে- ভরত বলে, ভারত চলবে অনন্ত।।


ঢাকা, ৫ই জানুয়ারি ২০২৩


প্রেক্ষাপটঃ ভারতে চালু হচ্ছে বিশ্বের দীর্ঘতম নৌবিহার, যাবে বাংলাদেশের ওপর দিয়ে।