জমিদারি যদি হয় অভিজ্ঞতার পাঠ
আমি মহাজনের মুটে
নব্য লুটে, কেন্ বালাইষাট!


পূবের বাংলা ছেড়ে এক সময়ের ঝড়ে
পড়িমরি করে ওই পশ্চিমে ফিরি
জীবনানন্দকে ধরি
দ্বিজেন্দ্রের  টান, 'ধনধান্যে পুষ্পে ভরা... '
গানে আমি মাতোয়ারা, দ্যাখ ভেলকি দ্যাখ!


বাংলা করিব জয়- আবার 
বারবার..আমি দুর্জেয় সময়ের দুর্জয়
কে দেখায়, কে শোনায় মোরে দুর্জনের ভয়!


১৪ই জুন ২০২৩