সারাদিন কোথায় থাকি, কোথায় কামাই!
রাত গভীর হলে, ভাগ করে খাই।
তারপরও জমাই; বসতএ আছে জামাই,
বিকারে বেকার জামাই।


কার রাস্তায় থাকি!
কার মাটিতে থাকি!
কার সময়ে হাসি! কাকে ভালোবাসি?


মা আমি; আমি সহধর্মিণী।


অর্থ দাও- জীবনের অর্থ।


কোন শূন্যে, কার শূন্যে ভাসি?
আমি হাসি আর ভালোবাসি।।


নড়াইল, ১৫ই অক্টোবর ২০২১


নোট: একমাত্র অর্থ উপার্জনকারী মহিলা ও নগরের রাস্তায় ভাসমান পরিবার। সংবাদপত্রের কোন এক সত্য কাহিনী অবলম্বনে প্রতিক্রিয়া।