জলবায়ু আনে অম্ল,
আনে টাকা, আমরা ভুখা,
হাল যা-ই থাক,
গরিবী হাত যত পারি চাই,
নিজে কয়লা খাই, ভিশন-মিশন ঝালাই,
তহবিল বাড়াই,
বেড়াতে যাই হাভাতে হাত, স্টারে ইস্টারে স্টু খাই


ঘুরে ফিরে বাউল,
নয়া একপাল, যাত্রার পালা, বাঘের জ্বালা


নয়া প্রফেসর,
হাতে তার থালা, মিউ মিউ ডাকে জালে মোমবাতি
হুংকারে থলেতে ভরে বাঁচায় কোন জাতি!


যত পারি চাই, নিজে কয়লা খাই, আমার গরিবী হাত
বাঁচাবো জ্ঞাতি!


নড়াইল, ২২শে নভেম্বর ২০২১