পরের চরে বসত করে
হবে কি চোর
কে হবে চোর

গৃহস্তের সরাইখানা, কক্স সাহেবের বালাখানা
আহা!
মানবি কেনো হাজত খানা, আলগা চরে।

হে রিজিকদাতা!
কে চায় পানা, সবই জানা

মসলিন ছেড়ে জামদানী
নতুন ভুতের আমদানি

টাকা কিছু ছাড় দিকিনি
লোনা সাগর বাঁধ দিকিনি
সেঁক দিকিনি লোনাপানি
কষ্ট করে টানরে ঘানি- উদবাস্তুর ঘোলা পানি

সবাই জানি, বাদ দে তোর চতুরামি
পরের চরে বসত করে, মুখস্থ সব নামতা পড়ে
কে হবে চোর, কে হবে চোর, সবাই জানি।।

নড়াইল, ১২ই অক্টোবর ২০২১