রাস্তায় কুকুরগুলো   এভাবে ঘোরে?
স্বভাবে ঘেউ ঘেউ,
একটু পরে পরেই- নামে মহরায়;
যেন রাজ দখলের   দাঁতালো প্রতিযোগিতায়!


আমরাও হাঁটি- হাঁটার রাস্তায়; উপরে কালা কাক।
ঘিরে ধরে। রাস্তায়- লেংড়ায় দুস্থ ছানা; চিঁ ডাকে মাকে!


আঁতকে চলি সঁটকে, যে কালো সে   সে-ই ছোঁ মারে!
যেভাবে সারমেয় ঘেউ ডাকে, ও মা-রে!


সাথীর সাথে গলাগলি-
কেউ কি নেই! 
আর চলে গালাগালি-
নগর আমার সরকার   কোথায় গেলি!


৫ই মে ২০২৩