বিজ্ঞান বিশ্বাস, চিরকাল করে হাসফাস;
তবুও কচ্ছপ চলে, চলে সভ্যতার নিশ্বাস।


মানুষের যত ক্ষয়,
মনে খিদে বা অসহ্য অপমানে-
কতটা গরীব তার আত্মার ভার, ঢের মাপা যায়।
আমাদের কারাগারে পঞ্চাশ চাকায় শিক্ষা যায়;
বলো আহা বা কোরাসে বাহবা!
দুষি কারে।
কপট হাসিতে কদম মিলাই কোনতর উন্নয়নে।
হাতকড়া পরে হৃদয় মন্ডল,
এ-কোন বিপর্যয় দেশের প্রান্তরে;
গরীব এ দেশ-দশের সব গেছে সম্বল।


কেনো বয় মধুমতী,
যে জলে নালা কেঁটে, কচুরিপানা আসে হেঁটে-
স্থবির কূপে;
পাড়ি কাঁদা ছপছপে,
সকল জলের গতি, থমথমে ঘুম পায়, থেমে যায়।
হঠাৎ ভাসেনি এই নৈতিক পরাজয়!


ব্যথিত হৃদয় আঁকে করুণ সেই ছবি,
ক্ষত-দেউলিয়া, অপমান-আঘাতে বাংলার যত কবি!


নববর্ষে মুক্তির স্বাদ হোক আমাদের মতি,
জাগো, জাগো-  সুমতি,
হাতজোড় করে ক্ষমা চাও, হে জাতি।।


নড়াইল, ১৪ই এপ্রিল ২০২২