শবের শকুনিরা বিদায় নিবে,
বিষাক্ত কীটেরা আসে হামাগুড়ি দিয়ে।
গুইসাপও যেমন আসে, বিষ নেই তার;
শুধু ক্ষুধা আছে।


ঘায়ে ঘায়েল অগ্রজের শ্বাস,
তাড়া করে এবার নতুন জীবাণু।
এবার আঘাতে শিশুদের প্রাণ;
নিস্তেজ বাবা- শুধু আছে ক্ষুধা।।


নড়াইল, ২৩শে আগস্ট ২০২১


পটভূমি: করোনা মহামারি, মিউটেশনের শেষ ধাপ।