খরচে খরচ আনে
মন দিয়ে বলে চলে প্রফেসরগন;
সময়গুনে এই রাজপথে মিছিলেই সফল চাতকদল।
যাবে বিফল আস্ফালন?


গাড়িতে বাড়িতে তেল ফুরায়!
কে পালাবে কে কোথায়-
'নুন আনতে পান্তা ফুরায় '
কলমে কালি নেই, স্বাক্ষর ছাড়াই চলছে প্রেসক্রিপশন।


পাগলের মতো ছাগলে খায় ওই পাটের কচিপাতা;
পল্লীর বিধিতে নেই মানা নাই।
যদি পার হই সময় গুনে হে,
আমিই বাঘ বা বাঘের মাসী, দেখবে তখন ভীষণ লম্ফন।।


মাওয়া ঘাট, পদ্মা পারাপার, ১০ই জুন ২০২২