আমার বরাতে ছিলো-
মধুমতীর জলে স্নান অবারিত শস্যের মাঠ।


আমার বরাতে ছিলো- অবরুদ্ধ কিয়েভের পাঠ।
আমি মুসাফির,
শুনতে হবে হে খোদা-
ফোরাতের পানি কোন ফেরেস্তার পাহারায়!


পাশাখেলায় বারে বারে
শয়তানের কারবালায়- সংকট মুসিবত আসে হায়!
কোন পাপে,
কে লুটে আমার অন্ন-ভাত!


নড়াইল, ১৬ই মার্চ ২০২২


নোটঃ মহাকবি মহাত্মা ইকবালের 'কারবালা' কবিতা হতে অনুপ্রাণিত।