সংযমে বোধহয় মিষ্টি স্বাদে-
জেঁকে বসা জোঁক,
মৌসুমি বায়ুর নিশ্বাসে খলবলানো মশা..


প্রান্তিক মনের উপকূল সীমানায়
প্রতিপক্ষ সতত হাজির
বাংলার আঙিনায় আমরা যে লবন চাষি।


নুনের কৌটায় ভরসা রক্তের সংগ্রাম;
দ্রোহের বিস্ফোরণে মার্চেই আসে বসন্ত।।


২৫শে মার্চ ২০২৪