উপড়ে পড়ে ঝড়ে,
সে তো প্রভুর লীলায়।
তবে মানুষের চাহিদায়- 
উল্লাস আর জয়ধ্বনির লাল পতাকা উড়ে,
এ তো মানুষেরই অর্জন, কত বড় শিরীষ গাছটি -
শাখা-প্রশাখা, ঘর-সংসার নিয়ে লুটিয়ে পড়ে কাত।
নিরাপদ দূরে, লাইন দিয়ে ছোট্ট শিশুরা খুশি;
মনে হয় গোল দিছে ম্যারাডোনা, অথবা ধরাশায়ী কর্ণ,
ছুড়েছে বাণ অর্জুন; লাগাও হাততালি।
কি নির্মল আনন্দ!

বাস্তুহারা ফড়িং এর দাপাদাপি, কপাল মন্দ;
সদ্যমরা শিশুকে ঘিরে যেভাবে স্বজনেরা ঘুরে।

হে খোদা!
কুঠার আঘাতে,
বিস্ময়কর লৌহমানবের দেহ ছেড়ে-
লোনা জল, পশুকাটা রক্তের মতো ফিনকি দিয়ে ছুটে।

অসহ্য যন্ত্রনায় পালিয়ে আমি আশ্রয় খুঁজি,
উন্নয়ন অফিসের শীতল অনুতাপে;
আবারও মানুষ হয়ে ফিরি।
সিরিয়াল ঠিক করি, পরবর্তী আজ্ঞা;
জীবনকে করি চুম্বন, কফির তাপে।

নড়াইল, ২৪শে আগস্ট ২০২২