বস্তি থাকা ভালো।
নাহলে, কাকে বিলোব আলো।
গরিবী দালালী ভালো, উপ-শিক্ষা ভালো।
কাক থাকা ভালো, শুকর থাকা ভালো,
ছাড়া কুত্তাও ভালো।
শুকরিয়া বলো,
যারা খেয়ে নেয় জঞ্জাল।
কল্যাণের জল ঢালো, আহা! গরিবী হাল।
দ্রততায় করে সব হজম, খেয়েছি কসম,
শুকর করে সাফ,
গুইসাপ চুপথাক, বলা নিষেধ বস্তির চাপ!


মামাদের আলাপ, আমাদের বস্তিতে,
যদি থাকি মোরা তার মতো স্বস্তিতে আর কুস্তিতে।।


নড়াইল, ৬ই ডিসেম্বর ২০২১