অগণিত, ভাগ্যাহত দুইশত যাত্রী;
বিধাতা কেনো দিলেন এমন কালরাত্রি।


"মোরা যাত্রী একই তরণীর"- কার সে মনে
গানে ক্রন্দনে
রেখেছে কেবা স্মরণে!
গঙ্গা-পদ্মা মা ডেকেছি-
এ কি প্রাণের ডাক- ইতিহাস নাকি উপহাস!


ভূপেন ডেকেছে,
ডেকেছে কোন পলির সন্তান!
মমতা কি চলে গেছে
বলতো এখন, ঝঞ্ঝা অনুক্ষণ, মা ডাক্ কাকে!


১০ই জুন ২০২৩


পটভূমি: ৭ই ডিসেম্বর ২০২২। সাগরে মর্মান্তিক নৌকা ডুবিতে বাংলাদেশের উপকূল হতে ইন্দোনেশিয়ার পথে নবজীবনের আশায় পাড়ি দেওয়া প্রায় দুইশো রোহিঙ্গা অভিযাত্রী নিখোঁজ হয়।


কৃতজ্ঞতা: আসাম ও বাংলার বরেণ্য মানবতাবাদী সংগীতশিল্পী ভূপেন হাজারিকা।