ঠাকু'মার ঝুলি থেকে-
ইতিহাসের পাতা থেকে ডাইনীগুলো-
আগুনের উল্লাসে উদ্বাহু ফুলকিগুলো,
ছড়িয়ে পড়েছে অলিতে গলিতে; যেমন, আমাদের শিরা-ধমনিতে।


সাদাকালো লেখা পাতায় আছে- টকটক লেবুর রস;
বার বার দহনে আছে আর- পোড়া টক আম।
আমাদের জানালায়, নান্দনিক শিখায় জ্বলে-
যে ক'টা ছিলো গাছ।


ভ্রমরের পুড়ে গেছে হুলগুলো ;
আমাদের ফটকগুলো- কোনদিকে জানি ছিলো!


ফেব্রুয়ারি-মার্চ-এপ্রিল আর কত দহন হলে,
মলমের খোঁজে নামতে পারে বরকতের মা?


১৯শে এপ্রিল ২০২৩