অভাবের পথ চলা;
চলে কালা চাঁন--
সেই বিবেকবান।
একালে করে, পরিচয় তার দান; কয় কালাপানি নয় কালা দান।


দেখে না লাউয়ের ডগা বা গোড়া
বিশ্বাসের গোড়ায় ফোঁড়া; দেখে না পলির ফুল কলি।
শোনে না! যেভাবে মরেছে- ছলাৎ ছলাৎ শব্দের ঘড়া;
কোন সখি জল আনে রে, আমার গানের- ভাটিয়ালি!


৪ঠা মে ২০২৩