আলোকচিত্রী ছুটে, না পাওয়া চিত্রে।
বাঘ ছুটে চিত্রার পেছনে।
মধুর ভান্ডার ডাকে, মৌয়াল ছুটে বনে,
দুঃসাহসিক অভিযানে,
অটুট থাক গতি;
যদি হয় অর্জন হে মেহনতী।


আমরা ছুটে চলি শূন্যতায়,
অপূর্ণতার শূন্যতায়,
সাহসী আস্থায়, যে যার ধ্যানে।
যেথা অপূর্ণতা নেই, সেই মহাশূন্যের পানে।।


নোটঃ কবি রুমীর "CRAFTSMANSHIP AND EMPTINESS" হতে অনুপ্রাণিত।


নড়াইল, ২৯শে সেপ্টেম্বর ২০২১