তিলে তিলে গড়া বাগান
পঞ্চাশ বছরের ঘাম এখন যন্ত্রণার নাম!


মৌমাছির হুল, করেনি ভুল-  আমায় সিঁধে!
ক্ষিধে তার মধু,
আমিও সাধু; শুধু সুগন্ধি, সৌরভে মজি বিলকুল।


কষ্টের বাগান, শরিকানা টানটান, মান এখন অভিমান।


পর্যটক আসে, কি মধুর হাসে
হাসি তার কিনি টিকিটের দামে।
হাসি কেন হঠাৎ অট্টহাসি!
'তোদের বাগান বড় ভালোবাসি, কি চাস নরাধমে?
টিকিটের খরচা অতি
যদি থাকে কিছু মধুপ্রীতি, আমার দাবী! "


এক, দুই, তিন, চার- বাড়ছে..পর্যটক এখন মহাজন
নতুন দাম হাকে বাগান প্রতি!


শরিকেরা করেনা দখলী বিভাজন- ফয়সালা ;
কাইজ্জা বিবাদে এ ওরে জোরেশোরে গাল দিচ্ছে শালা।


বোধহয়, বেঁচে থাকার নতুন সংগ্রামে
এটাই নব অভিযোজন, নতুন বাহানা!


১৬ই সেপ্টেম্বর ২০২৩