মনে হয় মহাকালের আজগুবি কোকিলের কুহুতে-
সময়ের ঝিরিতে-
হেসে খেলে গাছগুলো গজালো নব পল্লব;
সাজানো সবুজের ফেরীতে, আহা!


চোখের পল্লবে আমার ঝরাপাতা বিরহে উড়ে।
চলে যাক দূরে সে অলুক্ষণে!
বিশাল জনপদে পাত্রে চাই চাই নতুন জামা ছাপ্পান্ন হাজার বর্গে...


দুই হাজার চব্বিশ ঘোড়সওয়ারী বর্গী-
এখানে উড়িয়েছে ধূলো।
তারপরও বেঁচে আছে কূল উড়িয়ে ধূলোর কুলো।


এ বসন্তে মনপ্রাণ মাতিয়ে,
আনন্দে,
উদ্ভাসে,
লাল-সবুজ হলে ক্ষতি কি!


মনে চায় গায়ে পরি একটি একটি করে নতুন জামা।


৮ই মার্চ ২০২৪