নাচোল চলবে আবার।
জলের সেচে, দানাদার ধান পায়না প্রাণ।
শুভ্র হাসিতে, শুকনো মাটিতে ফুটে খই।
সাঁওতাল মেয়ে নাচে- "মা মাটি আমার সই"।
রক্ষার প্রভু বাঁচায় প্রাণ,
তুলাচাষে কভু টিকে যায় পরম্পরা ;
একালে লজ্জার বসনে ধরা
তারা ভালোবাসে মাটি, সে-ই আধুনিক খাঁটি।
সভ্যতা চলবে আবার।।


২৩শে নভেম্বর ২০২১