মিষ্টি খাই না, জ্যাঠা।
খামাখা বেগের চাপ, করুন মাফ-
খয়রাতি ঝোলাগুড়ের আঠা!


আপনার রেশন শেষ, হে দাতা!
মানে!
মানে, ধন্যবাদ অশেষ।


বাঁচতে খুঁজি বিকল্প পরিবেশ- নতুন বাজার।
প্রফেসার- শুরু করো নতুন পাঠ,
জানতে হবে নব কায়দা;
ঋণাত্মক খবর আর সংজ্ঞাগুলো উলটে দেখো।


কষ্টে হেসে, আবার ছানতে হবে ময়দা;
এ যে নতুন রুটি।
সব ঝাঁকুনিতে নব ভূমা ভাসে।


ভয় পেও না- খুঁজো নতুন খুঁটি!


১লা সেপ্টেম্বর ২০২৩


অনুপ্রেরণা: "আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে?"- কবি জীবনানন্দ দাশের মাতা কবি কুসুম কুমারী দাশ লেখা ও প্রতুল মুখোপাধ্যায়ের সুর ও কন্ঠের গীতিকবিতা।