চোখ ঘুরে চিল ঘুরে
মুরগীতে বাচ্চা দিলে খোলা উঠোনে
গেরস্তের উচাটনে
সবাই হিসেব টানে নামে নামে
কত যে শতনাম ব্যাংকার জানে
আরো জানে মহাজন কোথা থেকে আসবে সুজন-
কোন নদে খালে কত জল বেচে তার চলবে জীবন ;
কোন পথে রোদ্দুর
পরম্পরায় যাবে সে বহুদূর দেখে দেখে অবকাশে।


কোন সালে আসেনি বোশেখের ঝড় বাংলার আকাশে?


মেঘনা যমুনায় ঢল
গভীর সে জল, বাকি সমতল- কচু খাও বুনো
নিজেকে চিনো
দেনা গুনো সামনে সমানে অভাগার দল।।


নড়াইল, ২৫শে এপ্রিল ২০২২