জলে ভাসা বাংলায় আসা মৃতপুতের শোকগাঁথা সয় তিস্তা!
খিস্তি করে কুড়িগ্রাম;
বাংলার সে গ্রাম।


বঙ্গে বেড়ানোর পুরাণ,
পুঁথিতে বিরহের গান,
চিকচিক তালুতে ভাজা বালু, ফেরি হয় অভাবী লোকগাঁথা ;
ঐতিহ্যের নথি, সেতো পিন সেঁধে গাঁথা ।


হিমবাহের তিব্বত, আটকে তার মহব্বত, বাধ বাঁধে হিমের চুংথাম;
ফুলিয়ে ভোগটানা উল্লাসে চুইংগাম, ফেঁটে যে গেছে গাম!
ভেঙে পড়ে মেঘ, গর্জে জল, পর্বতে শৃঙ্গ উত্তাল হড়পা বান।


এখনো নদী সে ডার্লিং ডালিয়া,
পাবনায় গাজায় পাবদা, ঝিরি আর বারি বয়ে যায় ঝিরিঝিরি।
পলি পেয়ে জলজপ্রাণ,
ব্রক্ষ্মপুত্রের নবধ্যান, গায় পুঁথির গান।


৬ই অক্টোবর ২০২৩


> হড়পা বান: ভারতের সিকিমে আকস্মিক বন্যা।
> ডালিয়া: বাংলাদেশে তিস্তার উজানে বন্যার জল মাপার স্টেশন।
> চুংথাম: হিমবাঁধ, সিকিম।
> পাবদা: তিস্তা, যমুনার পলিজলের সুস্বাদু নদীর মাছ।
> পাবনা: বাংলাদেশে যমুনা (ব্রক্ষ্মপুত্র) পাড়ের ভৌগলিক অঞ্চল ও জেলার নাম।
> কুড়িগ্রাম: বাংলাদেশে তিস্তার উজানে ভৌগলিক অঞ্চল ও জেলার নাম।