বাইরে বাদলের ধারা- আহা, কি সুন্দর!


কম আঁধারে বসে ভয়-
আলো-আঁধারির কি ধারা? আব্রু গেল বোধ হয়!
রুমের ভিতর- ভিতরে জাগে সংশয়!


চারদিকে হাম্বা ডাকে
সাত মিশালি কূজনের সাথে- হঠাৎ পল্লী হাকে।
ছুটে যাই সমাজ আসরে
অন্ধ দরজা- বিরহে কাঁদো দুর্ভাগা পথিকের সাথে।


তবুও বকরি'র ডাকে- বলুন শুকরিয়া!
ঈদের আনন্দে নাচাও হিয়া- জীবনের পথ যে বন্ধুর।


২৮শে জুন ২০২৩


উৎসর্গ: সার্ভারের জটিলতার কারণে গত কয়েকদিন সাইটে ঢুকতে না পারা প্রিয় কবিগন।