হে উন্নয়নের প্রফেসর!
যতই ভাংগো স্বর, বক্তৃতায় খাঁকিয়ে গলা-
থামবে না ঝাঁকিয়ে চলা,
স্রোত যে অভাবের টানে চলে সে মধুমতী।
চলে কলে সভ্যতার গতি, হোঁচট খেয়ে গড়ে-
রাইট ভ্রাতারা, অনর্থক অধোগতি!
অভাব আনে গতি ভাই মানুষের সংস্কৃতি।
নইলে, অভাবের অভাবে মহাবিশ্ব হবে লয়।
তুমি সন্তান কৃতি, পেয়ে অভাবী বৃত্তি;
আমিও অভাবের কবি, তাই আঁকি ছবি।
অযথা, উন্নত কেনো করি শীর।
তার চেয়ে ভালো হয়, ভুলে যাও শরীর ;
টুপি পরে ধ্যানে বসো-
শূন্যে ভাসো।
অথবা, বৃক্ষের সাথে রই বুদ্ধের সাথে স্থবির।।


নড়াইল, ৫ই মে ২০২২