১.
অভাবের টানে-
যুদ্ধ টেনে আন- ওরে শয়তান; পরিবার খানখান!
চায় সে বিভক্তি,
দেশে-মহাদেশে-সজনে- পরিজনে-সুত্রে- গোত্রে।
বারুদের বিষে তার ভক্তি-
মেকী চলে উপমার ছলে-  দারুণ, শয়তানের প্রাণ!


২.
মেকআপের যুগে,
কঠিন প্রশ্ন, দেখতে কেমন বউটা!
রাত জেগে, সং সেজে, ভং করে-
হতে চাই কেউটা।
পরে নেই রাজকুমারের বেশ টা;
দেখবো কোথায় শেষটা!


১৪ই জানুয়ারি ২০২৩