কলিং বেল চাপলেই-
ছুটে যায় বাচ্চাটি দরজার দিকে
পীপহোলে উঁকিঝুঁকি, দেখে কে আসে অতিথি ;
বাচ্চাটা স্বাধীন।


অতিথি অচেনা হলে- মা'কে ডাকে।
মায়ের আঁচলে আড়ে আড়ে থাকে, সে স্বাধীন।


তাড়াতাড়ি বাড়ির কাজ সেরে ফেলে কষে কষে
ভূতের সিরিয়াল দেখতে হবে না!
সে স্বাধীন।


তাইতো, মানে স্বাধীন সমাজে সে, আমি, তুমি-
সবাই স্বাধীন।


পরাধীন শব্দটা তাহলে কার অধীন?


১২ই আগস্ট ২০২৩