চরের লোক,
সলক দেখি চর দখলে!
আছে আমাদের থোক থোক সর্দার-
এই ধরেন যার যার।
মাইকে দারোগা নাকি বলে- দরকার জমিদার
অথবা ইজারাদার।


আমি দফাদার, কি যে মুশকিল-  কার দফা মানি,
কারে তুষে আনি; ডাল-তেলে পেটে খিল।
জ্ঞান-পদার্থ ফুটো পাঠশালায় আছে কিছু।
বিদ্যালয় নেই অথবা নিছে ছুটি- আছে শুধু বিশ্ব;
আমি যেন কার শিষ্য!


শ্রাবনে নেই বৃষ্টি
কি যে অনাসৃষ্টি!


৬ই আগস্ট ২০২৩