বাংলা সিনেমার অসাধারণ নির্মাতা,
মনে রাখার মতো সংস্কৃতি-
বাঈজির নাচ যদিও খেমটা, তবে গান এখনো ধ্রুপদী।


নতুন চেতনার ঢেউএ প্রমাণিত-
অনেক খল, লেবেলে ঠকিয়ে, কারাবরণে পরীক্ষিত।


এখন সীমানা পেরিয়ে গেছে গিনিপিগ বাজার!
ঢেউ তুলছে সুনামির মতো-
বাঈজী উচ্চারিত বাঈজুর মধুময় ডাকে,
এই যেমন বাংলা-হিন্দি সংস্কৃতির সম্পর্কে...


ক'দিন ধরেই দারুণ খবর!
দখলে সবার নজর, নতুন জেগে জেগে খাস চর;
সংস্কৃতি দিক বদলে সমাজে নাকি পড়ছে নতুন চর।


পলিবাংলার বারো ভুঁইয়ার লাঠিয়াল বাহিনী,
সংস্কারে নেমে তা স্থানীয় বাহিনী গুন্ডার-
সভ্যতার আর সব সব জায়গায়,
ভাড়াটিয়া বাহিনীর পুনরুত্থান, জয়জয়কার।


আজকের খবরে পেলাম সভ্যতার মহান বিনিময়,
ফের ডাক পড়েছে গবেষণায়,
দৈত্যাকার রূপবান চাইনিজ পান্ডার।


সংস্কৃতির বিবর্তন, পরিবর্তন বা স্বার্থ বর্তন।


সিকস্তি ও পয়স্তি ধারায় পলিবাংলার চেলো নদীর গতি,
সংজ্ঞায় খুঁজি,
খুঁজি না পাঁজী বা বাজি; কাকে বলে অপসংস্কৃতি!


২৩শে ফেব্রুয়ারি ২০২৪