।।গাল্ফ ওয়ার, সৌদি আরব, ১৯৯০- ৯১।।


খাবজির ডিফেন্স লাইন।
কাছে কোথাও বিকট-
মিসাইল বিস্ফোরণ;
কোনো কোমল হৃদয় পিতা বা পতির অসহ্য বিলাপ।


এটা কি অনিচ্ছার সতিদাহ!


।। অপারেশন উত্তরণ, পার্বত্য চট্টগ্রাম, ১৯৮৯।।


কম্বিং অপারেশন-
তিনদিনে তিন তিনবার, রাত-দিন এনকাউন্টার।
বেশ দূর্বল, লুজ মোশন।


প্রতিপক্ষ কি জানতো- এটাই প্রথম, অনভিজ্ঞের!


।।১৯৭১ এর মুক্তিযুদ্ধ।।


নিরাপদ নেই শহর!
পালাও রূপসার ওপার।
বোম্বার থেকে বোমা-
পাশের ফেরিতে ধোঁয়া,
নিরাপত্তা- মায়ের আঁচলে মুখ গোঁজা।


বুঝিনি, আমরাও টার্গেট!


।।প্রভূ কৃতজ্ঞ আমি, ক্ষমা চাই।।


সেই আমি-অনেকেই আরও বায়ু পেলাম,
কর্মই যে আয়ু, ফেরত প্রশ্বাস।
জ্ঞাত আর অজ্ঞাত, পাপপুণ্য কতো?


হিসাবটা, উহ্যই থাক হে ত্রাতা!


১৪ই এপ্রিল ২০২০