ড্রাম আর বাদ্যের তালে তালে আসছে নভেম্বর,
স্ব-সু-স্বাগতম, আয় আয় বিশ্বকাপ!


বল-এ বল-এ চুমুকে কাঁপন, খালি হয় পিপা,
মরুর কাতার'এ বাহারি কাপ। ইতিহাস হাসে,
পিরামিড ভাসে, পাথর টেনে টেনে রথের বহর।
মরিবারে নয়,
রাজের প্রাণহীন দেহ-নিথর, বাঁচতে চায়।


কফিনে নয়, দেশে ফেরত নয় কৃপা,
বাঁচতে চায় দুনিয়ায়, শ্বাশত শ্রম, ঘামের দামে।
উত্তেজনায় বাজিছে ঢোল,
বল নিয়ে মহা শোরগোল,
অট্টহাসিতে ফেরাউন! হাসিতে ডোম,
পরাভূত সভ্যতা, শয়তানের কামে।।


নড়াইল, ২৩শে আগস্ট ২০২২