মৈতেই এর মেথি ;
পাহাড়ে কুকিদের লাল পতাকায় পপির শোভা জ্বলে
মায়ানমার হয়ে মনিপুর সাথী।


অর্জুনের চিত্রাঙ্গদার বিষ্ণুপুর,
বিষ্ণুপ্রিয়ার কতরূপ মোহনীয় ভাজে আজ মন ভরে না।


আরও আরও চাই ভাগ-
পোস্তের হালুয়া, পাহাড় শ্যামলে অনলে অনলে আমার প্রিয়ার লাল টিপ ডুবে যাক।


৫ই ফেব্রুয়ারি ২০২৪


মৈতেই- মনিপুর রাজ্যের সমতলের জাতি, মেথি- মেথামফেটামিন (নেশা জাতীয় ড্রাগ), কুকি- মায়ানমার, মনিপুর, নাগাল্যান্ডের পাহাড়ি জাতি,  পপি- আফিম ফুল, পোস্ত- পপি বীজ ও সুস্বাদু খাবার উপাদান।