হাঁটছি পথে পাদুকাতে, পারে ছিঁড়তে-
দিবো তালি;
দেখে দেখে সারাবো তলা যখন সে হবে প্রত্ন।
জ্ঞানতত্ত্ব বিশ্ববিদ্যালয়েরই বিশেষত্ব।
এই যেমন বলি-
চলছে বিভাগ প্রত্নতত্ত্ব।


নাক সিঁটকিয়ে, পাদুকা ফেলে জুতার বাজার চলে;
চলবেই তো!
যেমন চলে নওগাঁ। এখনও এটা গাঁ?
তাই, তালে তালে তলা চলে- গগনে মেলে নবরত্ন;
বাহ, কি বাহারী স্থাপত্য!
হবে মেনে, কোনো এক গগনের আজ্ঞা-
নওগাঁ ঢেকে চলে পাহাড়পুর প্রত্নতত্ত্ব;
কোন কালে ছিলো সে দ্বীন, কে বলে তারে রত্ন?


৭ই ফেব্রুয়ারি ২০২৩