গনতন্ত্র নিয়ে ভাবনা - অন্তহীন চেতনা ;
আর মডেলের অভাব নেই-
আমরাও পাই যে মেডেল- দু'দিকেই পিঠ।
পুরাতন গুরু; আরও যদি,
থাকে কোনো গুহার গুরু,
নতুন পাঠশালা হতে পারে শুরু- গনতন্ত্র বিদ্যাপীঠ।


নাম কি নিবো তার- সোনার গাঁ?
আনবো টেনে - ঝুলবে টানটান;
ভাঁজ করা ছবি কি নেই?
আসবে ফিরে সুলতান!
পেশিবহুল তার মানবিক হাত-পা।
অনেকে সেথা- কোটাভূক্ত; কোটায় নিবে দীক্ষা।
শ্রেনীতে শ্রেনীতে - নেই শ্রেনী সংগ্রাম,
হতে পারে এই-ই শেষ পাঠ,
পরিযায়ী পন্ডিতেরা, ফুলেল শুভেচছায়- ডানায় ঝাপটান।


কে কারে দিবে শিক্ষা?


২৯শে এপ্রিল ২০২৩