সমাজ থাকলে-
সমাস হবে ধনী-গরীবের বাস।
একসাথে নিঃশ্বাসে বিশ্বাস ছিলো কোন কালে!


নীতির কল্পকাহিনি, শুনতে শুনতে-
কেঁদেছি কত কত রাতে, বালিশের তুলো ভেজাতে।
উঠেছি আজানের ধ্বনিতে, পড়ো খোদার বানী।
বদভ্যাসে এখনো অভাব টানি;
মুখ করে, চুপ করে পিপীলিকাদের কথা শুনি।
না হোক জানাজানি,
জানে শুধু বাদশাহ সোলায়মান।
আর জানে অভাবী প্রাণ!


শোরগোল, গোলে গোলে কথা থাক চাপা;
মায়ের কষ্টে নীলকন্ঠ কাঁপা, ফুটপাতে একসাথে হই গোল।
ফুটবলে উচ্ছ্বাস মাঠে,
আমার খুপরিতে, পরম অতিথিরা পাবে বিশ্রাম রাতে!


হাজার বছর ধরে,
আমার অল্পকিছু কথা ছিলো রাতে, পিপীলিকাদের সাথে,
সোলায়মানের সাথে!
মানবতার খাতিরে- নয় সমাস, সত্য যে বিভক্তির সমাজ!


নড়াইল, ২৯শে অক্টোবর ২০২২