নয়া ফিকিরে মোড়লের নয়া মতবাদ ;
আমার হাটে আমার বাটে উইপোকা হাঁটে,
কপাল বরবাদ।


গুটিকয় পঙ্গ,
সাথে লোকাল সাধুসঙ্গ,
সেই কবে থেকে কেটে চলছে অঙ্গ।


তমসা ডেকে তামাশা দেখে
অভিধানে কতধানে বদলে সংজ্ঞা
আসে আজ্ঞা, 'এই যে নয়া বঙ্গ!'


গুতোগুতি, মারামারি, লাঠালাঠি, ঠেলাঠেলি
রাতভর চিল্লাচিল্লি- শাবাশ
ধরেছি ব্যস, গর্দান তোর শিকলে!


সেলাইয়ের কাজ ভালো না, পয়সাপাতি জমে না।
দিব তোদের নতুন গ্রাম, নতুন ধান, নতুন গান,
আর নতুন পুরাতন খনির সন্ধান,
আর দিব গণ্ডায় গন্ডায় লোকাল সাধুর মিষ্টি পান।


শুভ সকাল।


১লা ডিসেম্বর ২০২৩