মহামারী-অতিমারী শেষ হতেই, আবার লাফালাফি;
নির্লজ্জ মাছেদের মতো।
ছুটে যাওয়া, মুক্তি পাওয়া বরশীগুলো-
আবার যারা গিলে তীব্র বাসনায়- পড়শীতে,
জাতিতে-জাতিতে প্রতিযোগিতায়।


মুক্তিলাভের প্রার্থনা বিশ্বময়, কেনো নয়-
হে ইব্রাহিম, মুসা, ঈসা, মোহাম্মদের অনুসারী!
রাম-কৃষ্ণ-বুদ্ধ-কনফুসিয়াসের অনুসারী!
আমরা কৃতজ্ঞ হই-
খোদায় যারা বিশ্বাসী।
আমরা কৃতজ্ঞ হই, মানুষের কাছে- যারা ছিলো আত্মত্যাগী।


সভ্যতার বইগুলো নাড়াচাড়া করি;
ফের আবার ফিরি, একটু পাঠ করি।


আমরা হবো না, সময়ের বেহায়া ক্রীতদাস!
আমাদের আগামী- আমাদের দায়।
কোথায় সংযমী-
এখনও কেনো নয়, প্রার্থনা বিশ্বময়।।


নড়াইল, ২রা মার্চ ২০২২


পটভূমি: অতিমারী করোনা'র তীব্রতা কমে গেছে ও দেশে দেশে লকডাউন তুলে নেওয়া হচ্ছে।