মুখে তুলে ফেনা- জন নিরাপত্তা।
ও প্রিয়, তুমি মোর সোনা!
আমাতেই পাও তুমি পাত্তা।


পার্থক্য পর্যায়ের- কে কারে দেয় গোত্তা।
কিনেছি বসুন্ধরা- তাই সীমানায় নেই কোনো চোরা।
খুঁজতে খুঁজতে ধরা- তাঁরা ভদ্র চোরা, পর্যায়েরই তারা!


৩০শে এপ্রিল ২০২৩


পটভূমি: সম্প্রতি বিমানপথে দেশে ফেরার সময় গরীব ও মধ্যবিত্ত বাংলাদেশী যাত্রীরা নিজের কষ্টার্জিত সম্পদের অধিকতর বিনিময় নিরাপত্তার জন্য অনুমোদিত পরিমানের ভেতরই অধিকহারে সোনা নিয়ে দেশে আসছেন। এতে, বৈদেশিক মুদ্রার স্থিতি বেশ কমে যাচ্ছে বলে দেশের শীর্ষস্থানীয় দৈনিকে প্রথম পাতায় গুরুত্ব সহকারে প্রকাশ।