প্রশ্নগুলো সরে সরে যায় রোজনামচায়
হারিয়ে যায় মধুমতীর জলে কচুরিপানার মতো।


ছোট ছোট তিরগুলো বিদ্ধ করে মন ও শরীরে
যুগ যে বদলে গেছে, তিরগুলো নয় হেমলকের মতো।


দানবেরা-শাসকেরা-সমাজগুলো আজ অজগরের মতো
গিলে খায় আফিমে ঢুলে পড়া দু'পায়ের বক।


দম্ভ ঢুলে পড়ে, সেবিকা ঢুলে পড়ে
ঢুলে পড়ে মায়ের সংসার।


অপার উদাস আনন্দে হেমলক নয়, বিলাসী বিষে
সক্রেটিস এর প্রশ্নগুলো ছুড়ে ফেলে
ভূপের হবে ক্ষয় সহনীয় অংগার দহনে
প্রতিযোগি মনের গহীনে, নই বিশ্বের স্রষ্টা নিশ্চয়!!


নড়াইল, ২৫শে নভেম্বর ২০২২, শুক্রবার