অলিভিয়া বন্দরে
শান্তির পতাকা হাতে
'বাংলার সমৃদ্ধি'র বেঁচা-কেনা
থমকে যায় গোলার আঘাতে!


নিষ্পাপ কদরে
তেলের বাড়তি দরে
বাংলার হাদিসুরের প্রতিবাদ- শায়িত কবরে।


ইউক্রেন হতে ভেসে চলে নল-খাগড়া
বাংলা মায়ের বিষখালী নদীতে নেমে যায় বিষ;
দাদা-দাদির কোলেই শান্তির আশীষ।।


ফরিদপুর, ১৫ই মার্চ ২০২২


পটভূমি: ইউক্রেনের বন্দরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ 'বাংলার সমৃদ্ধি' যুদ্ধের কারণে আটকা পড়ে। জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা হলে তরুণ থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর নিহত হন এবং বরগুনার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।