হেমন্তের নির্মল প্রভাত গুনতে,
ছুটির দিনে ভাসতে চাই মৌতাতে;
রূপে উজ্জ্বল বাগিচার সাথে- কথা ছিলো অনেক।
প্রতিযোগিতায় রাতের হেরেম,
কানাঘুষা করে অভিমানী আলোর সাথে-
বিরহে মাতে।
প্রতিযোগিতায় ব্যস্ত আলোগুলো-
নিঃশব্দে চলে যায়, শালিকের শিষ দিয়ে,
একলা রেখে আমায়।
আমায় অভাবে রেখে কী লাভ তোমার,
ক্ষীন হয়ে বহমান জাহ্নবীর!


হঠাৎ নজর গেলো চৌকাঠে,
বলতাগুলো কোত্থেকে এলো!
কোন রাণীর পাহারায়,
আমার ডোরে, চুপে চুপে বাসা বাঁধে!
আরো হুল নিয়ে জড় হয় সন্ধ্যায়,
ঘড়ির কাঁটার সাথে;
নড়াচড়া নেই, যেনো তার বিষ-তিরগুলো-
অজানা কোনো ধ্যানে স্থবির।


কে ডেকেছে ওদের, আমার আংগিনায়!
কার্তিকের শূন্যতার স্বভাবে,
মানস এখন বেশ শংকায়,
বুঝি ত্বরিতে তাড়াতে হবে;
হতে পারে, ভেগে যেতে পারে ধূম্রজালে!
অথবা বুদ্ধ হয়ে অহং ছেড়ে-
আসো ভালোবাসায়- প্রেম প্রেম খেলি।
অথবা, তীব্র প্রতিযোগিতায় চলি-
হতে পারে বিগ্রহ! প্রতিযোগিতায় চলবে খেলা ;
ফয়সালা হতে হবে, এটা কার গৃহ!!


নড়াইল, শুক্রবার, ২১শে অক্টোবর ২০২২