পলিতে চলে-
নদী ভাংগনে ভাটিয়ালি টান।
শক্ত ঈমান পাথুরে মানে ফলা দিয়ে যদি
লাংগল টানে থাকে- পেশিতে বল,


সিংহলী কালু
বারবার চালু আত্মাগুলো ঘুরে
একমন্ত্র পুরনো যন্ত্র শুধু ফাটে বাঁশ- বাঁধ এ
কাদাপেঁড়িতে ফাঁদে মনের আশ!


২৪শে জুলাই ২০২৩


পটভূমি: শ্রীলঙ্কায় গত বছরের জনগণের সংগ্রাম বা 'আরাগালায়া'র দিনে জনরোষে প্রেসিডেন্ট রাজাপক্ষ পালিয়ে যান। প্রেসিডেন্টের পতাকায় মোড়া বিছানার ওপর শুয়েছিলেন বিক্ষোভকারী বন্দরকর্মী উদেনি কালুদন্ত্রি। বিক্ষোভকারীদের বিচার হয়েছে এবং তাঁরা কমবেশি দন্ড ভোগ করেছেন। এক বছরের ব্যবধানে জনরোষের শিকার রাজাপক্ষ পরিবার এবং বেশ কিছু রাজনীতিবিদ - ক্ষমতাধর অবস্থানে শ্রীলঙ্কায় ফিরেছেন।