বাতাসে অতিমারি আলামত।
বিশ্বাসের জ্বীন, ভূতপ্রেত-
ভয় পেয়ে কোনঠাসা;
অদৃশ্য প্যাকেটের নীল অপঘাত ভিড়ছে নবদ্বীপে।


বিতাড়িত জাতির রাজধানীতে-
মানবের আক্কেলের অকাল বুদ্ধিই অভিষিক্ত সম্রাট।
উদযাপনে বাজবে সংগীত, বশীভূতরা গাইবে গান-
নবতর চেহারায়।
পুরনো বিশ্বাস, স্বাধিকার- কাঁপে ভয়ে থরোথরো।
আফগান-তুর্কী-মোঘল-সাদা ইউরোপ দেখি আবার আয়নায়।


৯ই জুন ২০২১