সোনা ছেড়ে স্বর্ণধান, তাওয়ার আঁচে জনগণ।
চলন, বলন, কথন- সাধারণ মানুষের মন
অভিযোজিত পরিবেশে খামারের মুরগির মতো হাঁটে।
কলমের চা গাছের মতো-
পুরনো গাছগুলো টিকে ভালো।
সবুজ সেতো অবুঝ, কি প্রয়োজন নতুনের আগমন!
সব রং শুষে নিবো, সবকিছু হবে দাঁতাল সাদাকালো!


শ্রীমঙ্গল, ২৫শে ডিসেম্বর ২০২২