স্বাধীন খেয়াল- কবির খেয়াল।
ও-ই পটিয়ে পাগলা টানে- পূর্ণ করে এক পেয়ালা।


তোদের পিয়াস, তোদের তরে;
যেমন খুশি তেমন সাজো, নায়ক কিংবা ভিলেন সাজো।


রঙ্গ করো, ব্যঙ্গ করো
সংঘ করো, সঙ্গ ছাড়ো, লাঠালাঠি বা কল্কে ধরো।


রংয়ের মেলা, রাজার খেলা।
সীমানা বলো কার হাতে?
রাজা কয়- প্রজার হাতে।
প্রজা কয়- শিল্পীর হাতে!


শিল্পী চেঁচায়- কপাল চাপকায়।
আফসোস! আফসোস! সময়ের সব দোষ!


নড়াইল, ২রা নভেম্বর ২০২০