চুপ কর্- নাহলে আগাছা কেটে ছাপ!
পল্লব তোমার ও-ই ফুলকলির চুল-  আনারকলির গোর।


ঢুলি, নর্তকী, কবি
সবই নয় এ শহরের ছবি
শিল্পী আঁকে আর সমাজ রাঙায়- ছোপ ছোপ জলছবি।


পাশের শহরে নতুন বহরে জলছাপ
উত্তরীয় গায়ে চলছে- তুমিও চলবে নহরে
আমাদের সাথে শুধু
কল্কির সন্ধিতে কিছু দাদু; আর ঘুরলে বছর-
ঘুরে হাত, ঘুরে যে রাখি।


২০শে মে ২০২৩