জীবনের প্রয়োজনে বাস পরিবারে-
কানা প্রান্তরে, সমাজের পরিবারে ;
যদিও প্রাণ পড়ে থাকে- নিজ নিজ সংসারে।


জীবনের প্রয়োজনে বাস সমাজে- বড় সংসারে।
যেমন ঘর থেকে অলিগলি,
তারপর রাস্তায় -
তারপর সড়কে চলি, যদি থাকে বল চরণে।
ধাঁচ মেপে নিজের সাঁচ মেপে চলি ;
গন্তব্য মাপতে শিখি,
যদিও গতি গোনা- খোদারই নিয়ন্ত্রণে।


বায়ু দূষণ, শব্দ দূষণের মতো শিক্ষার দূষণ,
বয়ান দূষণের সাথে মতের দূষণ,
তা-ই হোক, বাঁচার আমার- সংগ্রামের ভূষণ।।


নড়াইল, ১০ই ফেব্রুয়ারি ২০২২