মরেও রেখে গেছে;
বাপ-দাদার জমানো তেলে আর কতদিন চলে!


বিশ্বাস রেখে গেছে রকমারি তসবি'র নামতায়;
সস্তার মুসাফির
চেনা পথে অচেনা আয়োজনে অংক কষে 


ভোগের নিত্যে ভাগের মান কমে যায়;
নৃত্যের রিচার্জে পরিশেষ ধরে
যদি চাকা ঘুরে...


সেয়ানা বালক-বালিকারা অবশেষে তাকায়
আকাশের ভরসায়।


২৬শে এপ্রিল ২০২৪


প্রেক্ষাপট: ফসিল তেলের ব্যবহার কমাতে দেশে দেশে বিভিন্ন ধরনের সৌরবিদ্যুত ও বৈদ্যুতিক গাড়ি ও যন্ত্রের বাজার উল্লেখযোগ্যভাবে বাড়ছে।