গৃহপালিত মোরগ আর মহিষ বেশ, কতো না আপন।
জানা-শোনা পরিচয়,
চেনা-জানা তো উভয়ের প্রয়োজন।
গৃহস্তের মাংসের চাহিদা রয়,
তাই জীবননাশই পরিশেষ;
গৃহপালিত সংস্কৃতি-  সভ্যতারই স্বীকৃতি।

আমি ছুটেছি অনেক, বনবাদাড়ে বনমোরগের পিছে-
মাংস যার নাইলনের ফিতে,
গৃহস্তের দাবী নিয়ে।
আবারও ছুটেছি, ওরে বাপ বুনোমোষ আমার পিছে,
কোনও ভাবে বেঁচে রই জীবন নিয়ে।
ও-ই বুনো নিরামিষভোজীর বুদ্ধিজ্ঞান একদম ফিকে।

ইংরেজ রাণী মারা গেছে।
আমরা শোকে, আরও অনেকে শোকে,
অনেক চেনা-জানা প্রান্তজনে,
চোদ্দ মহল্লায় সভ্যতার প্রয়োজনে;
পতাকা ঝুলে মাঝ লগিতে, পতপত উড়ে-
চোখে শোক বাড়ে, আমি বিরহে কাঁদি,
বলতে পারিনি রাণীরে, অনাহারে আমার প্রপিতার-  মরণের কাহিনী।

আকবর আলী, গরীব সে গরীবের গবেষক,
মুক্তির সাধক-
কিতাব লিখেছে, আমি পড়েছি পাতা- বড়জোর দশ,
অতি বেশি কষ- পড়তে পারেনি।
সেও হলো গত,
পরপর একসাথে;
তোমার কি হিসাব যমদূত-
এখনও অযুত, চাষাভূষা কৃষক- সভ্যতার গৃহপালিত।

নড়াইল, ১০ই সেপ্টেম্বর ২০২২